নাটোরে শিক্ষার্থীকꦜে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ হযরত আলীকে গ্রেপ্ত🌞ার করেছে র্যাব।
বুধবার (৯ মার্চ) রাতে নাটোরের লালপুর এলা𒀰কায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করাꩵ হয়।
র&zꦡwnj;্যাব জানায়, বড়াইগ্রামের দাসগ্রাম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ১৮ ফেব্রুয়ারি ওই ছাত্রীকে উপবৃত্তির কাগজপত্র সংশোধনের জন্য ডেকে পাঠান। ছাত্রীটি এলে ফাঁকা মাদ্রাসায় অধ্যক্ষ নিজ অফিসে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। পরে মেয়েটির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তিনি ও🐻ই ছাত্রীকে ছেড়ে দেন।
এ বিষয়ে থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি অভিযানে নামে র্যাব। বুধবার রাতে গোপন সংবাদের ভি♍ত্তিতে লা♔লপুর উপজেলা থেকে অভিযুক্ত অধ্যক্ষকে আটক করা হয়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, র্যাব অভিযুক্তকে আজ (১০ মার্চ) সকালে থানায় সোপর্দ করেছে। সুষ্ঠু𝓀 বিচারের স্বার্থে অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজই কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।